পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত
আব্দুল আলীম খান পটুয়াখালী : পটুয়াখালী সরকারি কলেজের  উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকার সময়  উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে প্রবীণরা নবীনদের ফুলের স্টিক দিয়ে বরণ করেন। 
পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মতিয়ূর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়দেব সজ্জন।
 
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহ্ আলমগীর ও পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল সহ আরো উপস্থিত ছিলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সোলায়মান, মোঃ রোকনুজ্জামান (রতন) শান্তা উর্মিলা (মৌ)।
 
অত্র অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন, পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কোর্স কো-অডিনেটর সম্মান প্রথম বর্ষ  মোসাঃসেলিনা আকতার।
 
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়দেব, মোহাম্মদ মতিয়ূর রহমান, মোসাঃ সেলিনা আকতার সহ শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
 
আলোচনা সভা পরিচিতি পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে নবীন শিক্ষার্থীরা।